বাংলাদেশে বর্তমানে প্রায় ৫কোটি ৩০ লক্ষের একটি যুবসমাজ রয়েছে যারা দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি। তারুণ্যের এই উচ্চ অনুপাত নিয়ে বাংলাদেশ একটি সোনালী অধ্যায় অতিক্রম করছে যখন এই বিপুল সংখ্যক তরুণকে জাতীয় উন্নয়ন অগ্রগতিতে নিযুক্ত করা সম্ভব। একটি শক্তিশালী তরুণ প্রজন্ম বিশ্বকে বদলে দিতে পারে, তারুণ্যের সঠিক বিকাশ এবং তাদের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করা সকলের দায়িত্ব।
ইয়্যুথ পাওয়ারহাউজ হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি একটি ইয়্যুথ প্লাটফর্ম। যে প্লাটফর্মটিকে যুব সমাজের নানামুখী কর্মকাণ্ড যেমন- সামাজিক কাজ, সৃজনশীলতা, আত্মকর্মসংস্থান, আইডিয়া শেয়ারিং, অ্যাডভোকেসি ও লিডারশিপসহ নানামুখী কর্মকাণ্ডের হাব হিসেবে গড়ে তোলা হবে।